আমাদের বৈশিষ্ট্য
- দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধিনে পরিচালিত।
- শরিয়তী পর্দার উপর বিশেষ গুরত্ব প্রদান।
- আবাসিক শিক্ষিকাদের সার্বক্ষনিক তত্ত্ববধানে তা’লিম তরবিয়্যতের ব্যবস্থা।
- অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত।
- স্বাস্থ্য সম্মত ও রুচিশীল খাবার পরিবেশনের ব্যবস্থা।
- প্রবাসী ও ব্যস্ত ভাইদের সন্তানদের অভিভাবকের দায়িত্ব গ্রহন।
- ছাত্রীদের আমল আখলাক ও মেধা বিকাশের জন্য সাপ্তাহিক জলসা ও দোয়ার ব্যবস্থা।
- ক্লাসের পড়া ক্লাসে আদায় করার ব্যবস্থা।
- ক্লাসের সময় ছাড়াও বিকালে ও রাত্রে কোচিং এর ব্যবস্থা।
- দুর্বল ছাত্রীদের আলাদাভাবে গ্রুপ করে অধ্যয়নের সুযোগ।
- কঠোর নিরাপত্তা ব্যাবস্থা
- মনোরম ও নিরিবিলি পরিবেশ।
অত্র মাদরাসাটি একটি খালেস দ্বীনি কওমী নারী শিক্ষা প্রতিষ্ঠান। দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত।
২০১৬ সালে মাতৃজাতির মধ্যে দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারের লক্ষ্যে ‘খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা’ নামে অত্র প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। সেই থেকে অদ্যাবধি নারী সমাজের মাঝে দ্বীনি ইলমের অমলিন শুভ্র আলো বিচ্ছুরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠিত হওয়ার কিছু দিনের মধ্যেই সুষ্ঠ ব্যবস্থাপনা ও শিক্ষাগত মানের দিক থেকে মাদরাসাটি দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম ও দ্বীনদার মহলে ব্যাপক পরিচিতি এবং সুখ্যাতি অর্জন করে। যার ধারাবাহিকতা আজও অব্যাহত থেকে ক্রমান্বয়ে সাফল্যের স্বর্ণশিখরে ধাবিত হচ্ছে।
বিগত বছরগুলোয় অত্র মাদরাসার ছাত্রীগণ বেফকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষস্থান অধিকার করতঃ ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। আল্লাহর অশেষ রহমতে অত্র মাদরাসাটি আজ গজারিয়ার উপজেলার শ্রেষ্ঠ ও আদর্শ মহিলা মাদরাসারূপে সুধী মহলে সমাদৃত হচ্ছে।